Quantcast
Channel: স্বাস্থ্য – Online Khobor
Viewing all articles
Browse latest Browse all 168

যে তরুণী ঘুমের মধ্যেই হাঁটলেন ১৫ কিলোমিটার!

$
0
0

যে তরুণী ঘুমের মধ্যেই হাঁটলেন ১৫ কিলোমিটার!

অনলাইন খবর ডটকমঃ

 

যে তরুণী ঘুমের মধ্যেই হাঁটলেন ১৫ কিলোমিটার! ‘স্লিপ ওয়াকিং’ বিষয়টির কথা শুনেছো নিশ্চই? এই সমস্যায় আক্রান্তরা ঘুমের মধ্যেই হাঁটাচলা করেন। বিষয়টি তোমাদের কাছে মজার মনে হলেও আক্রান্ত ব্যক্তির জন্য কিন্তু বিষয়টি ভয়ংকর। কারণ এ জন্য সেই ব্যক্তি যে কোনো বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। সম্প্রতি একজন ঘুমের ভেতর হেঁটে পাড়ি দিয়েছেন ১৫ কিলোমিটার পথ! এমন প্রায় অসম্ভব ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর আরভাডা এলাকায়।

সেখানে এক তরুণী ঘুমন্ত অবস্থায় হেঁটেছেন ১৫ কিলোমিটার পথ। তরুণীর নাম টেইলর গ্যামেল। তিনি এই ‘স্লিপ ওয়াকিং’ সমস্যায় ভুগছেন এবং মাঝেমাঝেই ঘুমের মধ্যে হেঁটে অনেক দূর চলে যান। তবে এবারে তাঁর অতিক্রম করা রাস্তার দূরত্ব ছিল সত্যিই অবিশ্বাস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যামেলকে যখন ১৫ কিলোমিটার দূরের আরেকটি শহরে পাওয়া যায় তখন তাঁর পরনে ছিল ঘুমানোর পোশাক এবং পায়ে কোনো জুতো ছিল না। তার মানে গ্যামেল খালি পায়েই ওই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। ভোরে দেখা গেল গ্যামেল তাঁর রুমে নেই, খোঁজাখুঁজি শুরু করে দেয় তাঁর পরিবারের সদস্যরা।

অবশেষে জানা যায়, তিনি ওয়েস্ট মিনিস্টার শহরের একটি বাড়ির সোফায় ঘুমিয়ে আছেন, যার দূরত্ব ওই শহর থেকে ১৫ কিলোমিটার! পরে স্বজনরা সেখান থেকে তাঁকে ফিরিয়ে আনে। মেয়েটির বাবা-মা বলেছেন, তিনি মাঝে মাঝেই এ রকম করেন এবং ঘুমের মধ্যে বাসে চড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।ডেইলি মিররের ওয়েবসাইটে গিয়ে দেখতে এবং পড়তে পারো ‘স্লিপ ওয়াকিং’ রোগাক্রান্ত এই তরুণীর আরো তথ্য।

The post যে তরুণী ঘুমের মধ্যেই হাঁটলেন ১৫ কিলোমিটার! appeared first on Online Khobor.


Viewing all articles
Browse latest Browse all 168

Trending Articles