Quantcast
Channel: স্বাস্থ্য – Online Khobor
Viewing all articles
Browse latest Browse all 168

এবার তেজস্ক্রিয় ব্যান্ডেজ নিরাময় করবে ত্বকের ক্যান্সার

$
0
0

এবার তেজস্ক্রিয় ব্যান্ডেজ নিরাময় করবে ত্বকের ক্যান্সার

অনলাইন খবর ডটকমঃ

 

এবার তেজস্ক্রিয় ব্যান্ডেজ নিরাময় করবে ত্বকের ক্যান্সার । ক্যান্সারের চিকিৎসায় বহুল প্রচলিত একটি পদ্ধতি হলো রেডিওথেরাপি। উচ্চমাত্রার তেজস্ক্রিয় রশ্মির প্রয়োগে সাধারণত ত্বকের ক্যান্সার নিরাময় করা হয়। এটা স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর। তাই বিজ্ঞানীরা এ কাজে বিশেষ ধরনের ব্যান্ডেজ বানানোর চেষ্টা করছেন যাকে তারা বলছেন ‘রেডিওথেরাপিউটিক ব্যান্ডেজ’। এই ব্যান্ডেজটিরেডিওথেরাপির কাজ করবে। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস-এর এ বছরের বার্ষিক সভায় সংশ্লিষ্ট বিষয়ে প্রদিবেদন প্রকাশ করেন ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের এক দল গবেষক।

গবেষণাপত্রে বলা হয়, সাধারণত অতিরিক্ত সূর্যকিরণে থাকলে ত্বকে ক্যান্সার হয়। একে বলা হয় স্কোয়ামোস সেল কারসিনোমা (এসসিসি) যা কিনা নন-মেলানোমা স্কিন ক্যান্সারের একটি ধরন।আমেরিকার স্কিন ক্যান্সার ফাউন্ডেশন জানায়, দেশটিতেপ প্রতিবছর ৭ লাখ মানুষ এসসিসি-তে আক্রান্ত হন। ২০১২ সালেই এ রোগে ৩৯০০-৮৮০০ জন মানুষ এ রোগে মৃত্যুবরণ করেন। পৃথিবীর সব দেশেই সূর্যের অতিবেগুনীরশ্মির প্রভাবে ত্বকে ক্যান্সার হতে পারে।

এসসিসি সাধারণত ত্বকের উপরিভাগে দানা বাঁধে এবং ছড়িয়ে যায়। সাধারণত এ ধরনের টিউমার সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়। এর সঙ্গে দেওয়া হয় রেডিয়েশন থেরাপি। এই থেরাপি বেশ কাজের। এর জন্যে বিশেষায়িত যন্ত্রপাতি এবং বিশেষ পরিবেশ প্রয়োজন।ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের কলেজ অব ফার্মেসির গবেষক ড. অ্যান্থোনি ডি পাসকোয়া এবং তার সহকর্মীদের একটি দল রেডিওথেরাপি প্রদানের বিকল্পব্যবস্থা বের করতে এ গবেষণা চালান। আর সে উদ্দেশ্য নিয়েই তারা এ ধরনের ব্যান্ডেজ বানানোর পরিকল্পনা হাতে নিয়েছেন।

ড. অ্যান্থোনি বলেন, রেডিওথেরাপিউটিক এবং কেমোথেরাপি দেওয়ার ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা থেকেই ব্যান্ডেজ বানানোর চিন্তা মাথায় আসে। সুষ্ঠুভাবে রেডিওথেরাপি দেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া হ্রাসের বিষয়েও মন দেওয়া হয়েছে।

এই ব্যান্ডেজ বানাতে গবেষকরা ন্যানোপার্টিক্যাল বেছে নিয়েছেন। এতে ‘ইলেকট্রোস্পিনিং’ নামের বিশেষ প্রযুক্তিগত কৌশলের সংমিশ্রণ ঘটানো হয়েছে। এ পদ্ধতিতে ইলেকট্রিক চার্জের মাধ্যমে বিশেষ ধরনের তরল থেকে পাতলা সুতা তৈরি করা হয়। এই সুতায় তেজস্ক্রিয় পলিমার থাকে।

আপাতত ইঁদুরের ওপর এই ব্যান্ডেজ পরীক্ষা করা দেখা হচ্ছে। এদের দেহের টিউমারে ব্যান্ডেজ ১৫ দিন ধরে প্রতিদিন ১ ঘণ্টার জন্যে লাগিয়ে দেওয়া হয়। এতে আশানুরূপ ফল পাওয়া গেছে। ১৫ দিন শেষে প্রায় ১০টি ইঁদুরের দেহের টিউমার পুরোপুরি নিরাময় হয়েছে।বিজ্ঞানীরা আশা করছেন, আরো কিছু নিশ্চিত পরীক্ষা শেষে তা মানুষের দেহে শতভাগ কার্যকারিতা প্রমাণ করতে সক্ষম হবে।

সূত্র : এমএসএন

The post এবার তেজস্ক্রিয় ব্যান্ডেজ নিরাময় করবে ত্বকের ক্যান্সার appeared first on Online Khobor.


Viewing all articles
Browse latest Browse all 168

Trending Articles