Quantcast
Channel: স্বাস্থ্য – Online Khobor
Viewing all articles
Browse latest Browse all 168

সমকামীপ্রবণ দেশে যেভাবে বাড়ছে যৌনসংক্রান্ত রোগ

$
0
0

সমকামীপ্রবণ দেশে যেভাবে বাড়ছে যৌনসংক্রান্ত রোগ

অনলাইন খবর ডটকমঃ

 

সম্প্রতি ইউরোপের সমকামীদের নিয়ে একটি পরীক্ষা করে দেখা গেছে তারা তাদের যৌন চাহিদা বা সমস্যা নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করেন না। তাদের মধ্যে খুবই কম সংখ্যক যুগল এইচআইভি টেস্ট এবং যথাযথ নিরোধক ব্যবহার করেন।

গবেষকরা সমকামী যুগলদের পর্যবেক্ষণ করে দেখেছেন তাদের মধ্যে যাদের সমকামীতার প্রতি যত বেশি উৎসাহ তারা ততোই কম এইচআইভি সম্পর্কে সচেতন। তাদের পরীক্ষা থেকে আরও জানা গেছে যেসকল দেশে সমকামীতা যত বেশি সেই দেশে যৌনসংক্রান্ত রোগ অনেক বেশি। তাদের মধ্যে যৌন সচেতনতাও কম৷

ওই সব দেশগুলিতে সমকামীদের মধ্যে নিরোধক ব্যবহারের প্রবণতা যেমন কম তেমনই আবার তাদের মিলনের সুযোগ বেশি। তাছাড়াও সমকামীপ্রবণ দেশগুলির যুগলরা মানসিক ভাবেও নিজেদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে উদাসীন।

The post সমকামীপ্রবণ দেশে যেভাবে বাড়ছে যৌনসংক্রান্ত রোগ appeared first on Online Khobor.


Viewing all articles
Browse latest Browse all 168

Trending Articles