অনলাইন খবর ডটকমঃ
আজকাল গ্রাভিওলা ফলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে বহু প্রবন্ধ, নিবন্ধ লেখা হচ্ছে। একই বিষয়ে অসংখ্য গবেষণাও চলছে। কিন্তু আপনি জানেন কী? গ্রাভিওলা ফলের স্বাস্থ্য উপকারিতা ছাড়াও এর রয়েছে “ ক্যান্সার নিয়ন্ত্রণে শক্তিশালী প্রভাব”। বিষয়টি একটু আশাজাগানিয়া বটে।
ঠিক এমন তথ্য দিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে হেলদিফুড। প্রতিবেদনে বলা হয়, গ্রাভিওলা গাছ দক্ষিণ আমেরিকা, বিশেষ করে, আমাজান নদী অববাহিকায় দেখা যায়। এটি ১৫ থেকে ৩০ ফুট পর্যন্ত লম্বা হয়। আর এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান।
গ্রাভিওলা ফলে রয়েছে বেশ উপকারিতা। তবে এর বাকল ও পাতায় রয়েছে সবচেয়ে বেশি স্বাস্থ্য উপকারিতা। হাজার হাজার বছর ধরে লিভার সমস্যা, বাত থেকে প্যারাসাইট এর মতো রোগ নিরাময়ে চা হিসেবে গ্রাভিওলার পাতা ও বাকল খেয়ে আসছে আমাজান বাসিন্দারা।
The post যে ফল ক্যান্সার নিয়ন্ত্রণে কেমোথেরাপির চেয়ে ১০ হাজার গুণ শক্তিশালী appeared first on Online Khobor.