Quantcast
Channel: স্বাস্থ্য – Online Khobor
Viewing all articles
Browse latest Browse all 168

গলায় মাছের কাঁটা বিঁধলে যা করবেন

$
0
0

গলায় মাছের কাঁটা বিঁধলে যা করবেন

অনলাইন খবর ডটকমঃ

 

গলায় মাছের কাঁটা বিঁধলেই বোঝা যায়, এত ছোট একটা জিনিস কতটা ভোগাতে পারে। খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত কাঁটা বিঁধে গলায়। এতে গলাব্যথা হয়, বুক ও পেটেও ব্যথা হয় অনেক সময়। কাঁটা সরে যাওয়ার আগ পর্যন্ত অস্বস্তি থেকে যায়। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট অ্যান্টি ভিলেজ জানিয়েছে গলায় কাঁটা সরানোর কিছু উপায়ের কথা।

১. বাদাম চিবান

মুখ ভরে বাদাম নিন। এটি হতে পারে চিনাবাদাম, কাঠবাদাম বা কাজুবাদাম। ভালো করে বাদাম চিবিয়ে গিলুন। এর পর পানি পান করুন। এটি গলার কাঁটা দূর করতে কাজ করবে।

২. রুটি খান

শুকনো পাউরুটি খেতে পারেন কাঁটা দূর করতে। মুখ ভরে পাউরুটি নিন, একে চিবিয়ে খান। এর পর পানি পান করুন।

৩. লবণযুক্ত পানি

পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ গুলে খান। এতে গলার কাঁটা নরম হবে এবং ধীরে ধীরে তা বেরিয়ে যাবে।

৪. জলপাইয়ের জুস

জলপাই পানি দিয়ে ফুটান। পানীয়টি গরম গরম থাকতে খান। কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে।

৫. ভাত খান

ভাত ছোট ছোট বল করে খান। তবে ভাতের সঙ্গে আর কিছু মেশাবেন না। এটি কাঁটা দূর করার একটি চমৎকার পদ্ধতি।

৬. কলা খান

কাঁটা দূর করতে একটি ব্ড় কলা খান। কলা খেতে খেতে কাঁটা নেমে যাবে।

The post গলায় মাছের কাঁটা বিঁধলে যা করবেন appeared first on Online Khobor.


Viewing all articles
Browse latest Browse all 168

Trending Articles