Quantcast
Channel: স্বাস্থ্য – Online Khobor
Viewing all articles
Browse latest Browse all 168

মাত্র পাঁচ মাসের শিশুর ৩১ বার হৃদরোগে আক্রান্ত!

$
0
0

মাত্র পাঁচ মাসের শিশুর ৩১ বার হৃদরোগে আক্রান্ত!

অনলাইন খবর ডটকমঃ

 

মাত্র পাঁচ মাসের জীবন অদিতির। আর এইটুকু সময়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছে ৩১ বার। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এএলসিএপিএ বা হৃদপিণ্ডের স্থায়ী সমস্যায় আক্রান্ত শিশু অদিতি জন্মের পর থেকেই বেঁচে থাকার জন্য নিয়ত লড়াই করে চলেছে। আর তাঁর ৩১ বার হৃদরোগে আক্রান্ত হয়ে বেঁচে থাকাকে চিকিৎসকরা আখ্যায়িত করেছেন ‘মেডিকেল মিরাকল ’ হিসেবে।

শিশুটির বাবা রমেশ গিলবিলে টাইমস অব ইন্ডিয়াকে জানান, অদিতির জন্ম মহারাষ্ট্রের শোলাপুরে। জন্মের পর দুই মাস বয়সেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অদিতির, খাবার খাওয়ার ধরনও বদলে ফেলেছিল সে। পুনের এক হাসপাতালে তাকে নিয়ে যায় বাবা-মা। সেখানেই ধরা পড়ে তার হৃদরোগের আক্রান্ত হওয়ার ঘটনাটি।

চিকিৎসকরা জানান, চিকিৎসা শুরুর আগে ২ মাসে অন্তত ২০ বার হৃদরোগে আক্রান্ত হয় সে। জানুয়ারি মাসে আচমকাই অদিতির আচার-আচরণে পরিবর্তন আসতে থাকে। কান্নাকাটির মাত্রা বেড়ে গিয়েছিল। এমনকী, নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। খাবার খাওয়ার ধরনও বদলে যাচ্ছিল। শেষমেশ পুনের একটি হাসপাতালে অদিতিকে নিয়ে যান তার বাবা-মা।

চিকিৎসকদের মতে তিন লাখে মাত্র একজন এই রোগে আক্রান্ত হন। কঠিন এই রোগে বাঁচার আশা কম হলেও বয়স বাড়তে বাড়তে সেরে উঠতে থাকে রোগী। সেই হিসেবে চিকিৎসকদের আশাবাদ হয়তো আবার খিলখিল করে হেসে উঠবে শিশু অদিতি গিলবিলে।

The post মাত্র পাঁচ মাসের শিশুর ৩১ বার হৃদরোগে আক্রান্ত! appeared first on Online Khobor.


Viewing all articles
Browse latest Browse all 168

Trending Articles